আসছে ১২ আগষ্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবে ঢাকা আবাহনী লিমিটেড। ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়া আকাশী-নীলরা কোথায় ম্যাচ আয়োজন করবে সর্বত্র এই প্রশ্ন। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ইচ্ছে থাকলেও সেটা হচ্ছে না। তাই এএফসির ম্যাচ আয়োজনে আবারো সিলেটেই যেতে হচ্ছে আবাহনীকে!

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার মিশনে প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। ক্লাব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্বাগতিক হওয়ার সুযোগ পেয়েছে আবাহনী। গত মৌসুমে ঘরোয়া ফুটবলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হোম ভেন্যু হিসেবে ব্যবহার করলেও সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ নেই। তাই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ইচ্ছে ছিল আবাহনী কর্তৃপক্ষের। কিন্তু সংস্কার কাজের জন্য এখানেও ম্যাচ আয়োজন সম্ভব নয়।

বাফুফের একটি সূত্র জানিয়েছে, আসছে ১ জুলাই থেকে আবারো জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হবে। এবার মূলত মাঠের ঘাসের কাজ করবে বাফুফে। তাই আগস্টে এখানে ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিষয়টি ঢাকা আবাহনীকে জানিয়ে দেওয়ার পর ক্লাবের পক্ষ থেকে ম্যাচের ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামের নাম এএফসির কাছে পাঠিয়ে দিয়েছে তারা। তাই সিলেটের মাঠেই প্লে অফ ম্যাচটি খেলবে আবাহনী।

বেশ অনেকদিন ধরেই ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবল হয়নি সিলেট জেলা স্টেডিয়ামে। তাই মাঠের কিছু সংস্কার কাজ প্রয়োজন। বাফুফের পক্ষ থেকে শীগ্রই মাঠকে খেলার উপযোগী করে প্রস্তুত করার কাজ শুরু হবে। এর আগে ২০২৩ সালের এএফসি কাপের প্লে অফ ম্যাচে এই মাঠে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে পরবর্তী ধাপে গিয়েছিল আবাহনী। যদিও ভারতের মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচে হেরে যাওয়ায় গ্রুপ পর্বে খেলা হয়নি। তবে এবার ঘরের মাঠে কিরগিজ ক্লাবটিকে হারাতে পারলেই মিলবে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ।

Previous articleনতুন মৌসুমে রেলিগেশন নিয়ে ধোঁয়াশা; লিগ খেলবে কয়টি ক্লাব?
Next articleনতুন মৌসুমে সবকিছু ঢেলে সাজাচ্ছে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here