১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রস্তুতি নিতে চেয়েছিল বাংলাদেশ দল। সে লক্ষ্যে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে গেছে। বাফুফে এখন নতুন প্রতিপক্ষ হিসেবে নেপালকে নিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে।

১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতির অঙ্গ হিসেবে তার আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। তবে বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে, আফগানিস্তান ঢাকায় আসছে না, ফলে সেই ম্যাচটিও বাতিল হয়েছে।

আফগানিস্তানের ঢাকায় আসার কারণ ছিল তাদের ‘হোম’ ম্যাচটি ঢাকায় আয়োজনের অনুরোধ। মিয়ানমারের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ ঢাকায় আয়োজনের প্রস্তাবে বাফুফেও সম্মতি দিয়েছিল এবং সেটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মিয়ানমার নাকি ঢাকায় খেলতে রাজি হয়নি। তারা আফগানিস্তানকে অন্য ভেন্যু বেছে নিতে বলেছে। ফলে আফগানিস্তান ঢাকায় না আসায় বাংলাদেশের সঙ্গে তাদের প্রীতি ম্যাচও বাতিল করতে হয়েছে।

তবে বাফুফে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে আরেকটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। ইতোমধ্যে কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নেপাল সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছে বাফুফের নির্ভরযোগ্য সূত্র।

উল্লেখ্য, সেপ্টেম্বারের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে গিয়েছিল নেপাল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য। ৬ সেপ্টেম্বরের ম্যাচটি হলেও নেপালের অস্থির পরিস্থিতির কারণে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায় এবং বাংলাদেশ দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।

এবার নেপাল ঢাকায় এসে একটি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে বলে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Previous articleআল-আনসারের কাছে হেরে এএফসি কাপে কিংসের টানা দ্বিতীয় হার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here