এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগের দিন, ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়, বাংলাদেশ ফুটবল দল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নামে। তবে অনুশীলনের শুরুতেই দেখা গেল এক আবেগঘন মুহূর্ত—বাংলাদেশ দলের ফুটবলাররা একত্রে দাঁড়িয়ে মোনাজাত করেন, যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের আগের সংবাদ সম্মেলনের সময়ই তামিমের অসুস্থতার দুঃসংবাদ আসে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তারকা ফুটবলার হামজা চৌধুরী তাৎক্ষণিকভাবে তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানান। দলের অন্য ফুটবলাররাও এই সংকটময় মুহূর্তে সহমর্মিতা প্রকাশ করেন।
বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, “দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়া করার সিদ্ধান্ত নেই। মাঠে অনুশীলনের শুরুতেই তাই আমরা দোয়া করেছি, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের উত্তেজনার মধ্যেও দলের ফুটবলারদের মানবিকতা ও সংহতি প্রশংসার দাবি রাখে।