নতুন বছরের শুরুটা মোটেও ভালো হলো না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) তিন গোলে এগিয়ে থেকেও পয়েন্ট টেবিলের তলানির দল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ৩-৩ ড্র করতে হলো তাদের। অন্যদিকে দাপুটে জয় দিয়ে বছর শুরু করেছে ঢাকা আবাহনী ও ফর্টিস এফসি।
শনিবার অনুষ্ঠিত নবম রাউন্ডের চার ম্যাচে নাটকীয়তা আর হতাশা মিলেমিশে ছিল। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বসুন্ধরা কিংসের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নেয় ফকিরেরপুল।
ম্যাচের শুরুতেই ঝড় তোলে কিংস। ২৩ মিনিটে সাদউদ্দিনের গোলে এগিয়ে যাওয়ার পর দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো ২৫ ও ২৯ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। মাত্র ছয় মিনিটে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয় ফকিরেরপুলের।
তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় তারা। ৭৬ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমান। ৮৪ মিনিটে ইরফান হোসেনের গোলে ম্যাচে ফেরে উত্তেজনা। যোগ করা সময়ে বেন ইবরাহীমের গোলে অসম্ভব এক প্রত্যাবর্তন সম্পূর্ণ করে ফকিরেরপুল। তিন গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করে কিংস।
এই ম্যাচে জোড়া গোল করায় ১০ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন দোরিয়েলতন গোমেস।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে কোনো সুযোগই দেয়নি ঢাকা আবাহনী। নবম মিনিটে সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেন। ৪০ মিনিটে ব্রুনো মাতোস ব্যবধান দ্বিগুণ করেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন দিয়াবাতে। টানা দুই ম্যাচ ড্রয়ের পর এটি আবাহনীর স্বস্তির জয়।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর গোল জয় নিশ্চিত করে। এই জয়ে কিংসের সঙ্গে পয়েন্টে সমতা আনে ফর্টিস।
দিনের আরেক ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ১৬ মিনিটে সফল স্পট কিকে রহমতগঞ্জকে এগিয়ে দেন সলোমন কিং। প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিক পুলিশকে সমতায় ফেরান। ১৭ মিনিটে আমিরুল ইসলামের লাল কার্ডে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও এক পয়েন্ট আদায় করে নেয় পুলিশ।
নবম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮। পাঁচ জয়, তিন ড্র ও এক পরাজয়ে দুই দলের অবস্থানও একই। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে মারিও গোমেজের বসুন্ধরা কিংস, দ্বিতীয় স্থানে ফর্টিস। তিন নম্বরে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৫। পুলিশ ও আবাহনীর পয়েন্ট যথাক্রমে ১৪ ও ১৩। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান রয়েছে ছয়ে, তাদের পয়েন্ট ১০।
নবম রাউন্ডের চার ম্যাচের মধ্যে কেবল রহমতগঞ্জ-পুলিশ ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বাফুফের ইউটিউব চ্যানেল। তবে সম্প্রচারের মান নিয়ে দর্শকদের অভিযোগ ছিল চোখে পড়ারমত।




