চীনের লিজিয়াং-এ অনুষ্ঠিত “তিয়ানইউ লিউফাং কাপ ২০২৫” (অ-১৭) আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গৌরবময় সাফল্য অর্জন করেছে বিএফএফ একাডেমি ফুটবল দল(অ-১৭)।
২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে মোট ৮টি দেশের ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ থেকে অংশ নেওয়া বিএফএফ ফুটবল একাডেমি দল (অ-১৭) ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে একাডেমি দল মুখোমুখি হয় চীনের শীর্ষ লিগের দল উহান অ-১৭ দলের। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে সাহসী লড়াই করেও বাংলাদেশ দল ৩-০ গোলে পরাজিত হয়। ফলে বাংলাদেশ দল এবারের আসরে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। গোলের দেখা না পেলেও পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে লাল সবুজের কিশোররা। একধিক শট ফিরেছে ক্রসবারে।
এছাড়া আসরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিএফএফ ফুটবল একাডেমি দলের তাহসান খাঁ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে। এই অর্জন বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে এক নতুন মাইলফলক এবং ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে আরও সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।