অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপকে সামনে রেখে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজন করছে বাফুফে। এই সিরিজকে সামনে রেখে থাইল্যান্ড সফরে খেলা ঋতুপর্ণা চাকমাসহ আগের ২৩ জনকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার।

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে অংশ নেবে বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়া। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগের স্কোয়াড থেকেই রাখা হয়েছে ২৩ জন ফুটবলারকে। বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে দল ঘোষণার পাশাপাশি দলের বাইরে থাকা সাবিনা-মাসুরাদের প্রসঙ্গে প্রশ্ন করতে সাংবাদিকদের ‘বন্ধ’ করতে বলেন কোচ পিটার বাটলার।

নারী ফুটবলারদের সঙ্গে বাফুফে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। সাবেক অধিনায়ক সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা ও সুমাইয়া চুক্তিবদ্ধ থাকলেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। এ প্রসঙ্গে বাটলারের সংক্ষিপ্ত মন্তব্য—“এ নিয়ে আর কোনও প্রশ্ন করার দরকার নেই।”

সম্প্রতি থাইল্যান্ড সফরে দুই ম্যাচে ৮ গোল হজম করেছে বাংলাদেশ নারী দল। ডিফেন্সের দুর্বলতা স্পষ্ট হলেও চুক্তিবদ্ধ অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরাকে ক্যাম্পে ডাকেননি বাটলার। তবে এবার তিন সপ্তাহের দীর্ঘ প্রস্তুতি পেয়ে কিছুটা স্বস্তিতেই রয়েছেন তিনি। “থাইল্যান্ড সফরের আগে খুব কম সময় পেয়েছিলাম। এবার ২২ দিন একসঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরম্যান্স ভালো হবে,” বলেন কোচ।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তবে আগেও তাদের হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। ইউরোপীয় দল আজারবাইজানের র‌্যাঙ্কিং ৭৪ হলেও কোচের প্রত্যাশা দুটি ম্যাচেই ইতিবাচক ফল আনতে পারবেন রুপনারা। বাটলারের ভাষায়, “আমরা সঠিক পথে রয়েছি। সামনের দুটি ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। বড় দলের বিপক্ষে গোল হজম করাটা অস্বাভাবিক নয়।”

ইউরোপীয় দলের বিপক্ষে এই প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাই অধিনায়ক আফঈদা খন্দকার বেশ উত্তেজিত। তিনি বলেন, “ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালো হবে। তাদের ভিডিও ফুটেজ এখনও দেখিনি। কোচ নিশ্চয়ই ম্যাচের আগে দেখাবেন।”

নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, সিরিজ শেষে দল চট্টগ্রামে ফিরে যাবে। এরপর সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল মালয়েশিয়ায় যৌথ ট্রেনিং ক্যাম্পে অংশ নেবে এবং জাতীয় ও ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দল:
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।

Previous articleব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে গ্রুপে শীর্ষে বাংলাদেশ
Next articleমৌসুমের প্রথম মুখোমুখিতে আবাহনীকে হারিয়ে মোহামেডানের জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here