সাড়ে তিন মাসের অপেক্ষা শেষে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী দল। আগামী ২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে স্বাগতিক থাইল্যান্ডের। মঙ্গলবার সকালে প্রধান কোচ পিটার বাটলার ২৩ ফুটবলারকে নিয়ে ঢাকা ছাড়বেন এই সফরের উদ্দেশ্যে।

এ বছরের ৫ জুলাই মিয়ানমারের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের ঐতিহাসিক জয়ে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তার পর থেকে বয়সভিত্তিক দলগুলোর নানা প্রতিযোগিতা থাকলেও সিনিয়র দলের আর কোনো ম্যাচ ছিল না এ পর্যন্ত। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে।

এর আগে নারী ফুটবলাররা চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে প্রায় তিন সপ্তাহের বিশেষ ক্যাম্প করেছে। ভুটানের লিগে খেলে ফেরা ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, তহুরারাও ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে ৪৩ জনকে ডেকে ক্যাম্প শুরু করেছিলেন পিটার বাটলার, সেখান থেকেই থাইল্যান্ড সফরের জন্য চূড়ান্ত করা হয়েছে ২৩ জনের স্কোয়াড।

জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়া দলে মাত্র দুটি পরিবর্তন এসেছে। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রুমা আক্তার এবং ফরোয়ার্ড সিনহা জাহান শিখা।

বাংলাদেশ স্কোয়ার্ড

গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল
ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা

Previous articleআবাহনীর হোঁচট, মোহামেডানও থামল ড্রয়ে
Next articleবসুন্ধরা কিংস জয়ে ফেরায় টেবিলের লড়াই জমে উঠেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here