এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই জয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। লাওসের পর তিমুর লেস্তেকেও উড়িয়ে দিয়েছে তারা। এবার সামনে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রবিবার তাদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বড় জয়ের পর এখন সেই ম্যাচ নিয়েই ভাবনায় বাংলাদেশের কোচ পিটার বাটলার।
তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকে দুই অর্ধে চারটি করে গোল করে তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া তিমুর লেস্তেকে ৯-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শুরু করেছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে এইচ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।
তিমুর লেস্তের বিপক্ষে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ম্যাচ শেষে তিনি বলেন,‘আমি মনে করি তিমুর লেস্তেকে আমরা উড়িয়ে দিয়েছি। যদিও শুরুর ১০ মিনিট একটু অগোছালো ছিলাম। তবে সময় গড়ানোর সাথে সাথে আমরা আধিপত্য করেছি। পাসিং এবং সেটপিস থেকে গোলগুলো ছিল দারুণ। শান্তির সরাসরি কর্নার থেকে গোলটাও চমৎকার ছিল। ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়।’
বাটলার আরও বলেন, ‘শিখাও আজ দুর্দান্ত খেলেছে। আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। সাফের আসরে আমরা কিছু পরীক্ষা চালিয়েছিলাম, কিন্তু এএফসির টুর্নামেন্ট ভিন্ন ধাঁচের প্রতিযোগিতা।’
এখন তার চিন্তার কেন্দ্রে দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমাদের সামনে এখন দক্ষিণ কোরিয়া। আমি আশা করি এই ম্যাচ থেকে আমাদের মেয়েরা কিছু শিখবে। ফলাফল যাই হোক না কেন, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ।’
তিনি আরও যোগ করেন, ‘এই ম্যাচের জন্য আমাদের সবকিছুই রয়েছে। আমরা আমাদের সেরাটা দিব। তবে কিছু কাজ এখনো শেখার আছে এবং আশা করি সেটাও আমরা শিখব।’