মধ্যবর্তী দলবদলের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে দেশের ঘরোয়া ফুটবল। ৩১ জানুয়ারি দলবদল পর্ব শেষ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি শুরু হবে ফেডারেশন কাপ, আর ৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
ঘরোয়া ফুটবলে বর্তমানে চলছে মধ্যবর্তী দলবদল। দলবদল শেষ হবে ৩১ জানুয়ারি। এর পরই ব্যস্ত সূচিতে মাঠে নামবে ক্লাবগুলো। আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফেডারেশন কাপের ম্যাচ, আর ৬ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
লিগের দ্বিতীয় পর্বে পাঁচ রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর ১৪ মার্চ শেষ হবে ম্যাচ। এই ম্যাচগুলোর পরই জাতীয় দলের সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে লিগে বিরতি পড়বে। তবে ১৭ মার্চ অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেশন ম্যাচ।
এরপর প্রায় ২০ দিনের বিরতির পর ৭ এপ্রিল আরেকটি কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে আবার শুরু হবে ঘরোয়া ফুটবল। লিগের পরবর্তী ম্যাচ মাঠে গড়াবে ১০ এপ্রিল। সাধারণত ফেডারেশন কাপের ম্যাচগুলো মঙ্গলবার অনুষ্ঠিত হলেও এবারের ফাইনাল নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল, শুক্রবার। ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বাফুফে। লিগের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
এদিকে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। দুই দলেরই সংগ্রহ সমান ১৮ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলগুলো হলো যথাক্রমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি (১৫ পয়েন্ট), আবাহনী লিমিটেড (১৪ পয়েন্ট) এবং আরেক আবাহনী দল (১৩ পয়েন্ট)।
বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। সাদা-কালোদের সংগ্রহ ১০ পয়েন্ট। দলবদল শেষে দলগুলোর শক্তিমত্তা বদলালে লিগের দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।




