অবশেষে স্বেচ্ছায় প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ১৩ বছর প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আসীন ছিলেন সালাম মুর্শেদী।

আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না দিলেও দায়িত্বে সময় দিতে না পারার কারণে পদ ছাড়ছেন বলে জানান সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘একটা জিনিস চালাতে গেলে সময় দিতে হয়। কিন্তু আমি তা পারছি না। চিঠি তো একটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। আমি যেহেতু সভাপতিকে দায়িত্বের ব্যাপারে বলে দিয়েছি, সেহেতু চিঠি তো উনার কাছে অবশ্যই চলে গেছে বা যাবে। বর্তমানে আমার জীবণযাত্রায় যে কাজকর্ম বেড়েছে সে হিসেবে এতো বড় একটা দায়িত্ব নিজের কাছে ধরে রাখাটা আমি সমীচীন মনে করি না।’

তিনি আরো বলেন, ‘ফুটবলের জন্যই আজকে আমার এই অবস্থান। এখনো ফুটবল আমার সবচেয়ে আবেগ ও গুরুত্বের জায়গা। বর্তমান ও বাস্তবিক প্রেক্ষাপটে লিগ কমিটির দায়িত্ব চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

মূলত রাজনীতি ও ব্যবসার কারণে দায়িত্বে থাকছেন না মুর্শেদী। রাজনীতিতে আসার আগে অনেক সময় দিতে পারলেও বর্তমানে তা পারছেন না বলে ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, ‘একসময় এখানে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত থেকেছি, যখন আমি রাজনীতিতে আসি নি। রাজনীতিতে এসেছি ২০১৮ সালে, তার আগে কিন্তু আমি সময় দিয়েছি। কোভিডের কারণে রাজনীতিতে থেকেও সময় দিতে পেরেছি। এনভয় গ্রুপ পুরোটা আমার পরিবার নিয়ে নেওয়ায় সেখানেও অনেক সময় দিতে হয়। ফলে লিগ কমিটির দায়িত্ব পালনে সময় দেয়া আমার জন্য কষ্টকর।’

দায়িত্বে থাকবেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিন তাকে দায়িত্বে বহাল থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্যে অনুরোধ করেছেন। তবে এই বিষয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা হবে।

Previous articleহোটেলে উঠেছে ফুটবলাররা; শনিবারই শুরু অনুশীলন
Next articleবৃদ্ধি পেলো বাফুফের বয়সভিত্তিক টুর্ণামেন্টের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here