বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দাপুটে জয় পেয়েছে ঢাকা আবাহনী। মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ৫–০ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আকাশি-নীলরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় দলটি। ৩১ মিনিটে কাজেম শাহর বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে আবাহনীকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। মিনিট দশেক পর আবারও গোল করেন মালির এই ফরোয়ার্ড। বক্সের ভেতরে ফকিরেরপুলের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জায়গা করে নিয়ে জাল কাঁপান তিনি।
দিয়াবাতের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মিরাজুল। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে। প্রথমার্ধ শেষ হয় ৩–০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আরও দুইবার গোলের দেখা পায় আবাহনী। ৮০ মিনিটে মোরসালিন এবং ৮৫ মিনিটে আল আমিন গোল করে ব্যবধান বাড়ান। বড় জয়ে পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়েছে আবাহনী। ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন চতুর্থ স্থানে। সমান ম্যাচে ফকিরেরপুলের পয়েন্ট ৫, অবস্থান অষ্টম।
এদিকে একই দিনে বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। দুই দলের হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম হলেও ম্যাচটি অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে বাফুফে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক কাজ চলায় মাঠ পাওয়া যায়নি।
ড্রয়ের ফলে পুলিশ ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডান ও ব্রাদার্সের সমান অবস্থানে আছে। পিডব্লিউডি এক পয়েন্ট যোগ করে নয় নম্বর থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে, তাদের পয়েন্ট এখন ৬।
অন্যদিকে মঙ্গলবার ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লায়। তবে বিজয় দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানের কারণে ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। তবে দর্শক প্রবেশাধিকার থাকবেনা। কারন হিসাবে জানা গিয়েছে বঙ্গভবনে বিজয় দিবশের অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত।




