শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম চার মিনিটেই নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমানের জোড়া গোলে এগিয়ে যায় লাল সবুজেরা। এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ আর অফসাইড ফাঁদ ভাঙতে পারেনি পাকিস্তান।
তৃতীয় মিনিটেই অধিনায়ক ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাকের ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান। তিনি পাস বাড়ান ফয়সালের কাছে। ডান পায়ের নিখুঁত শটে বল পাঠান জালে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন অপু। ডান প্রান্ত থেকে মোহাম্মদ আরিফের ক্রসে দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে লব শটে গোল করেন তিনি।
পরে পাকিস্তান কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। কর্নার থেকে মুহাম্মদ আবদুল্লাহর হেড অল্পের জন্য বাইরে যায়। এছাড়া প্রথমার্ধেই ফয়সাল ও আবদুল্লাহর একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়।
বাংলাদেশ এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল। তারা দুইবার শিরোপা জয়ের পাশাপাশি আরও দুইবার রানার্সআপ হয়েছে। সর্বশেষ দুটি আসরে ভারতের কাছে সমান ২-০ গোলে হেরে ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল সবুজের। এবার সেই ক্ষুধা নিয়েই আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল। দিনের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও নেপাল।