ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন করে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। গতকাল পুরুষ দল শ্রীলঙ্কাকে হারানোর পর আজ একই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নেয় নারী দল।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির ছিল না। প্রথম কয়েক মিনিটের মধ্যেই আক্রমণাত্মক খেলায় দুই গোলের লিড পেয়ে যায় শ্রীলঙ্কা। তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন টানা দুই গোল করে দলকে সমতায় ফেরান। এই দুই গোলেই দারুণ ভূমিকা রাখেন কৃষ্ণা রাণী সরকার, যিনি দুটিতেই নিখুঁত অ্যাসিস্ট করেন।


বিরতির পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। সাবিনা, কৃষ্ণা ও সতীর্থদের গতি, স্কিল ও অভিজ্ঞতার সামনে আর টিকতে পারেনি শ্রীলঙ্কা। সাবিনার নেওয়া কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় লাল-সবুজের মেয়েরা। শেষ পাঁচ মিনিটে একের পর এক আক্রমণে আরও তিনটি গোল আদায় করে বাংলাদেশ। সাবিনার জোড়া গোলের যোগানদাতা কৃষ্ণা রাণী সরকার নিজেই দুর্দান্ত দক্ষতায় দলের চতুর্থ গোলটি করেন। পরে সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরা জালের দেখা পান। এরপর কৃষ্ণা আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল করে ব্যবধান কিছুটা কমায়।

সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশগ্রহণ করছে, যেখানে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে তারা। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন শিরোপা জিতবে।অন্যদিকে, চার ম্যাচ শেষে পুরুষ দলের পয়েন্ট সাত।

Previous articleরাহবারের জোড়া গোলে উড়ে গেল শ্রীলঙ্কা, সাফ ফুটসালে বাংলাদেশের দাপুটে জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here