গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তবে মাত্র ১৮ মিনিটের খেলা শেষে অতিবৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা স্থগিত করতে বাধ্য হন ম্যাচ কমিশনার। এর আগে ২-১ গোলে এগিয়ে ছিল মোহামেডান। আজ সে জায়গা থেকে পুনরায় শুরু হওয়া ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। সেটাও আবার শেষ দিকে ২ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে!
কুমিল্লায় গতকাল ম্যাচের ২য় মিনিটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন সানডে ইমানুয়েল। অবশ্য ১০ম মিনিটে এক গোল শোধ দিয়ে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান স্যামুয়েল বয়টেং। এরপর ম্যাচের ১৮তম মিনিটে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। যার কারণে খেলা বন্ধ করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফেরার ঘোষণা দেন রেফারি।
আজ একই জায়গা থেকে পুনরায় শুরু হয় ম্যাচ। ৭২ মিনিটের লড়াইয়ে রহমতগঞ্জ আরও ৩ গোল করে, আর মোহামেডান এক গোল করতে সক্ষম হয়। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেছেন। তিনি চলতি লিগে এক ম্যাচে ডাবল হ্যাট্রিক করেছিলেন। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে জোড়া ও নাইজেরিয়ান এমানুয়েল এক গোল করেন। মোহামেডান শেষ পর্যন্ত হারে ৪-৩ গোলে।
১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ।