আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুটি প্রদর্শনী ম্যাচ। বাংলাদেশে ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের তিন দিনের ট্রায়ালের শেষ দিনে গ্যালারিতে থাকার সুযোগ পান দর্শকরাও। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ছাপিয়ে গ্যালারিতে জমে ভিন্ন রকম এক উত্তাপ। ট্রায়ালে পর্যবেক্ষকের ভূমিকায় থাকা বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরাকে দুয়োধ্বনি দেন সমর্থকরা।
জুনিয়র ও সিনিয়র – দুই দফায় অনুষ্ঠিত ম্যাচের শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারির কিছু দর্শক ক্যাবরেরার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। ‘ভুয়া-ভুয়া, ক্যাবরেরা ভুয়া। আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই। দলে দলে খবর দে, সিন্ডিকেটের কবর দে’ ইত্যাদি স্লোগানে উত্তপ্ত ছিল গ্যালারি। পরিস্থিতি বেগতিক দেখে তাড়াহুড়ো করেই স্টেডিয়াম ত্যাগ করেন হাভিয়ের ক্যাবরেরা।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিদ্ধান্তে বিতর্কিত হয়েছেন হাভিয়ের ক্যাবরেরা। বিশেষ করে গত মার্চে ফাহমিদুল ইসলামকে ইতালি থেকে এনে ক্যাম্পে রেখে হঠাৎ বাদ দেওয়ার পর থেকেই ক্যাবরেরার বিরুদ্ধে সোচ্চার হন সমর্থকরা। অভিযোগ রয়েছে, দল গঠনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা সিন্ডিকেট প্রভাবিত সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। আর তারই সবশেষ বহিঃপ্রকাশ আজকের এই দুয়োধ্বনি।
এদিন ক্যাবরেরার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি দর্শকরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পক্ষেও গলা তুলেছেন। অনেকে সরাসরি কোচকে বিদায় জানানোর দাবি তোলেন। সবমিলিয়ে, সোমবারের ট্রায়ালের শেষ দিনটা প্রবাসী ফুটবলারদের সম্ভাবনা যাচাইয়ের সঙ্গে বেশি আলোচিত হয়ে উঠে ক্যাবরেরার বিরুদ্ধে দর্শকদের ক্ষোভ আর অভিযোগ নিয়ে।