বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে একমাত্র ম্যাচে পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে দলটি।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজকের ম্যাচে রহমতগঞ্জের জয়ের পথ দেখান দলের ঘানার মিডফিল্ডার আবু ক্লেমেন্ট। ম্যাচের ২০ মিনিটে তার গোলে এগিয়ে যায় ক্লাবটি এবং প্রথমার্ধ শেষ করে ১-০ ব্যবধানে।

৬৯ মিনিটে পিডব্লিউডির দুখু মিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে মেহেদী হাসান রয়েলের গোল তিন পয়েন্ট নিশ্চিত করে দেয় রহমতগঞ্জকে।
এই জয়ে তিন দশক পর প্রিমিয়ার লিগে ওঠা পিডব্লিউডিকে প্রথমবার হারের স্বাদ দিল পুরান ঢাকার দলটি। প্রথম ম্যাচে তারা বসুন্ধরা কিংসকে রুখে চমক দেখালেও, দ্বিতীয় ম্যাচে আরামবাগকে হারানোর পর আজ এসে থেমে যায় তাদের ধারাবাহিকতা।
তবে ম্যাচ শেষে বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খেলা শেষ হওয়ার তিন ঘণ্টা পর রাত ৮টার পর এসে আনুষ্ঠানিকভাবে ফল জানায় তারা। এমনকি ম্যাচের কোনো ছবি গণমাধ্যমে পাঠায়নি এবং বাফুফের ফেসবুক পেজেও লিগ সংক্রান্ত কোনো পোস্ট ছিল না রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত। বিপরীতে রহমতগঞ্জ তাদের ফলাফল ও ছবি আগেই প্রকাশ করেছে।
দীর্ঘ বিরতির পর লিগ গতকাল থেকে পুনরায় শুরু হয়েছে। আগামী শুক্রবার চতুর্থ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ২ ডিসেম্বর মঙ্গলবার ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচ।




