স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। তবে আজ ভারতের কাছে দ্বিতীয় ম্যাচে ২-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় কিশোরীদের। অ-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ভারতের।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকে সমানতালে লড়াইয়ের আভাস পাওয়া যায়। তবে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয় ফিনিশিং। ম্যাচের ১৪তম মিনিটে বাংলাদেশের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন পার্ল ফার্নান্দেস। এরপর তার জোরালো শট গোলকিপারের বাঁধা টপকে জড়িয়ে যায় জালে। ফলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত।
ম্যাচের ৩৬তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে ফাতেমা আক্তারের নেওয়া কর্নারে গত ম্যাচে জোড়া গোল করা আলফি আক্তারের চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪১তম মিনিটে ভালো জায়গায় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ভারতের প্রীতিকা।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ভারত খেলার গতি কিছুটা কমিয়ে দেয়। বাংলাদেশও পারেনি তেমন কোন চ্যালেঞ্জ ছুড়ে দিতে। উল্টো ৭৬তম মিনিটে বদলি নামা বেনিফিলিয়া সুল্লাই ব্যবধান ২-০ করেন। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভারত। আগামী ২৪ আগস্ট তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই আসরে শিরোপা জিততে থাকতে হবে টেবিলের শীর্ষে।