বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের সময়সূচি প্রকাশ করেছে বাফুফে। চলতি মৌসুমে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মে মাস পর্যন্ত টানা প্রতিযোগিতায় ব্যস্ত সময় কাটাবে ক্লাবগুলো। প্রথমবারের মতো এক মৌসুম নিষ্পত্তি হবে ৫টি শিরোপার!
মৌসুমের প্রথম প্রতিযোগিতা হবে চ্যালেঞ্জ কাপ, যা শুরু হবে ১২ সেপ্টেম্বর। এই আসরের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে খেলবে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশের সর্বোচ্চ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রথম লেগ, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বিপিএলের সঙ্গে সঙ্গে ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। গত কয়েক মৌসুমের মত সপ্তাহের শুক্র ও শনিবার লিগের ম্যাচ এবং মঙ্গলবার মাঠে গড়াবে ফেডারেশন কাপের ম্যাচ। এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ এপ্রিল।
নতুন বছরের শুরুতে আসবে সুপার কাপ। মাত্র দুই সপ্তাহের এই টুর্নামেন্ট চলবে ১০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। শোনা যাচ্ছে এই টুর্নামেন্টে থাকবে বড় অংকের প্রাইজমানি। যা বাড়াবে টুর্নামেন্টের আকর্ষণ।
সুপার কাপ শেষে শুরু হবে বিপিএল-এর দ্বিতীয় লেগ। এটি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি এবং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। মৌসুমের শেষ প্রতিযোগিতা হবে স্বাধীনতা কাপ, যা শুরু হবে ২৯ এপ্রিল এবং শেষ হবে ২৩ মে। এই টুর্নামেন্টে অংশ নেবে শুধুমাত্র বাংলাদেশি ফুটবলাররা।