জর্ডানে আসন্ন ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ‘বিদ্রোহ’ অবসানের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা রুপনা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকাসহ ৯ জনকে আবারও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বাটলার।
তবে এবারের দলে জায়গা হয়নি গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা দলের ১২ সদস্যের। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বিদ্রোহ অবসান করে ফেরা ফুটবলাররা ও কিছু নতুন মুখ।
এই স্কোয়াডে আগের দলে থাকা মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, হালিমা আক্তার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, মোছাম্মাৎ সুলতানা, সুরভি আকন্দ প্রীতি ও নবিরুন খাতুকে রেখেছেন বাটলার।
দলে সুযোগ পাওয়া তিন নতুন মুখ হলেন—গোলকিপার ফেরদৌসী আক্তার সোনালী, ফরোয়ার্ড উমহেলা মারমা ও মিডফিল্ডার শান্তি মার্দি। তবে এবারও দলে রাখা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়াকে।
এই দল নিয়েই আগামী ২৯ জুন মিয়ানমারে শুরু হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপসেরা দল পাবে ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট।