বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ডাক পাঠিয়েছে। আগামী ৬ এপ্রিল বাফুফে ভবনে সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে এবং ৭ এপ্রিল থেকে শুরু হবে অনুশীলন। সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এবং অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই দুটি প্রতিযোগিতাকে লক্ষ্য রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বর্তমানে ছুটিতে রয়েছেন। তাকে ৫ এপ্রিল দেশে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ৬ এপ্রিল তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। তবে ক্যাম্পে ডাক পাওয়া ১৮ জন বিদ্রোহী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অনেকেই ধারণা করছিলেন, তাদের মধ্যে কিছু ফুটবলারকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু বাফুফে স্পষ্ট করেছে যে, ১৮ জনসহ মোট ৫৫ জন নারী ফুটবলারকেই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘৫৫ ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। কোচ পিটার বাটলারও ছুটিতে আছেন। তার ৬ এপ্রিল ফেরার কথা। ৭ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন। জুনে আছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ও জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই।’
বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোচ পিটার বাটলারের আপত্তি থাকলেও, বাফুফে সবাইকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয়, কোচ ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের উন্নতি হয় কি না এবং আসন্ন টুর্নামেন্টগুলোর জন্য দল কতটা ভালোভাবে প্রস্তুত হতে পারে।