বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম পর্ব শেষে যখন বিরতি চলছিল, তখনই এলো দুঃসংবাদ। আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ ফুটবল লিগ এবং বাংলাদেশ ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ক্লাবগুলোকে চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ফেডারেশন কাপের সপ্তম দিনের ম্যাচ। তবে নির্বাচনকে সামনে রেখে ক্লাবগুলোর অনুরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লিগ এবং ফেডারেশন কাপে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে আগামী ৩ ও ৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী খেলাসমূহ পুনরায় আরম্ভ করা হচ্ছে না।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ফেডারেশন কাপের সপ্তম দিনের ম্যাচ এবং বাংলাদেশ ফুটবল লিগের দশম রাউন্ডের খেলার সূচি নতুন করে নির্ধারণ করা হবে। প্রতিযোগিতাগুলোর পরবর্তী সময়সূচি যথাশিগগিরই জানানো হবে বলে আশ্বাস দিয়েছে বাফুফে।

লিগের প্রথম পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ষষ্ঠ স্থানে।

Previous articleসাবিনাদের দাপটে নেপালকে ৩-০ হারাল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here