বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএলে জয় পেয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। এই জয়ে বিসিএল থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে। এইদিকে জয় পেয়েছে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবও। পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব লিটল ফ্রেন্ডস ক্লাবকে এবং ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে।

আজকে বিসিএলে মুখোমুখি হয়েছিলো পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং লিটল ফ্রেন্ডস ক্লাব। ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে পিডাব্লিউডি, ফলাফলও এসেছে অনুরূপ। লিটল ফ্রেন্ডস ক্লাবকে তারা ৩-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

গোলশূন্য ড্র নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু পিডাব্লিউডি ম্যাচের ৫২ মিনিটে এসে লিড পায় গোলটি করেন মোহাম্মদ আবু সাইদ। ৬০ মিনিট পার হওয়ার আগেই দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় দলটি। এবার দলের হয়ে গোল করেন তানিম সরকার। পিডাব্লিউডির হয়ে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় সর্বশেষ গোলটি করে আকাশ আলী। এতে করে শেষ পর্যন্ত উত্তর বারিধারা ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে পিডাব্লিউ স্পোর্টস ক্লাব। এতে করে বিসিএল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ কোয়ালিফাই করেছে দলটি।

পিডাব্লিউডির বিপিএলে উত্তীর্ণ হওয়াকে গৌরবে বলে জানিয়েছে ক্লাব অফিশিয়াল মাজহারুল ইসলাম। তিনি অফসাইডকে জানান,

“আমরা বিপিএলে উত্তীর্ণ হয়েছি এজন্য আমরা অনেক খুশী। আমরা বাংলাদেশের সর্বোচ্চ লিগে খেলবো এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য গৌরবের বিষয়।”

আগামী মৌসুমে দেশের শীর্ষস্থানীয় দলগুলোর মুখোমুখি হবে পিডাব্লিউডি স্পোর্টস। এই হিসেবে বড় বড় সব প্রতিদ্বন্দ্বী দলকে মোকাবেলা করবে তারা, এই বিষয়ে বেশ আশাবাদী মাজহারুল ইসলাম। তিনি বলেন,

“আমরা প্রতিদ্বন্দ্বিতার আশা করছি। আমরা আমাদের  স্বাভাবিক খেলা চালিয়ে যাবো।”

অন্যদিকে দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব। এই ম্যাচে ১-০ তে জিতেছে রেঞ্জার্স ক্লাব। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।

Previous articleসিটি ক্লাবের মারধরের শিকার রেফারিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here