ভারতের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (শনিবার) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে আলপি-সুরভীরা।
প্রথমার্ধেই দুই গোল তুলে নেয় বাংলাদেশ। শুরুতে উম্মে কুলসুম ও আলপি আক্তার সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৪১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন থুইনুই মারমা। মামনি চাকমার আড়াআড়ি পাস থেকে ফাঁকা পোস্টে নিখুঁত শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে কাটিয়ে অনায়াসে বল জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে নেপালের ডিফেন্সে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে প্রীতির দুটি শট ও থুইনুইয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে বদলি রিয়া যোগ করা সময়ে গোলকিপারকে কাটিয়ে নিশ্চিত করেন দলের বড় জয়।
আগামী ২৭ আগস্ট আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।