৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে। তবে ইংলিশ লিগে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না লাল-সবুজ। তার ক্লাব তাকে ছাড়েনি বলে নিশ্চিত করেছে জাতীয় দলের ম্যানেজমেন্ট।

জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামজা চৌধুরী নেপালের বিপক্ষে খেলছেন না, এটা নিশ্চিত। তার ক্লাব আপাতত ছাড়ছে না।’

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার। এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেও খেলেছেন তিনি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অভিষেকে দর্শকরা সরাসরি দেখেছেন তার খেলা। নেপালের বিপক্ষে না থাকলেও অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে লেস্টার সিটির এই মিডফিল্ডারের।

Previous articleটিটুর অসুস্থতায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ,দলে যোগ দিয়েছেন ফাহমিদুল 
Next articleভিয়েতনামের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here