কয়েকদিন অবরুদ্ধ থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে ফেরার ব্যবস্থা করা হয়েছে। একই ফ্লাইটে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। সন্ধ্যার পর ফ্লাইট চালু হলে বাফুফে আজকের মধ্যে দল ফেরানোর উদ্যোগ নেয়।

দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হলে পরদিনের খেলা বাতিল হয়ে যায়। ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করেছিল দল, তবে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। ফলে টানা দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা।

পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ৮ সেপ্টেম্বর দলের অনুশীলনও বাতিল হয়। সরকার কারফিউ জারি করে এবং টিম হোটেলের আশপাশেও বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও চলছিল। নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের হোটেলের ভেতরেই থাকতে হয়। সার্বক্ষণিক খোঁজখবর রাখছিল বাফুফে ও বাংলাদেশ সরকার। অবসর সময়ে ফুটবলাররা জিমে সময় কাটিয়ে মানসিক চাপ কমানোর চেষ্টা করেছেন।

Previous articleবিশেষ ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল
Next articleবিশেষ ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় জামালরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here