নেপালে সরকারবিরোধী আন্দোলনের কারণে কার্যত হোটেলে অবরুদ্ধ অবস্থায় আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দেশে ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কোনও আপডেট নেই। তবে সরকার ও বাফুফে দ্রুত সময়ে দলকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিট রাখতে কাজ করে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বুধবার সকাল ১১টা থেকে টিম হোটেলেই জিম সেশনে অংশ নেন ফুটবলাররা। এ তথ্য জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সকাল ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও পুরো দল নিরাপদে রয়েছে। টিম বাংলাদেশ শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে ভালো আছে।”

বাফুফের দেওয়া ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা জানিয়েছেন, আগের তুলনায় পরিস্থিতি শান্ত। তিনি বলেন, আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। আগের চেয়ে পরিবেশ শান্ত আছে। কোনও ঝামেলা হচ্ছে না। এখানে আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। পরিস্থিতি ভালো হওয়াতে তারা এখন টেনশন করছে না। আমরা রুটিন অনুযায়ী জিম করছি। আমাদের বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন কীভাবে আমাদের নিয়ে আসা যায়। এ নিয়ে সবাই কাজ করছেন।”

দেশে ফেরার অপেক্ষায় হোটেলেই সময় কাটাচ্ছেন জামাল-রাকিবরা।

Previous articleবিক্ষোভের মধ্যেও জাতীয় দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তনে সরকার সক্রিয়
Next articleবিশেষ ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here