দেশের ঘরোয়া ফুটবলে লাগছে ফিফার নতুন নিয়মের ছোঁয়া। যদিও মহিলা লীগ থেকেই ফিফার নতুন নিয়ম অনুযায়ী ম্যাচে পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম চালু হয়েছে, তবে পুরুষদের প্রথম সারির ফুটবলে আজ থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ দিয়েই শুরু হচ্ছে এই নিয়মের প্রচলন।

পূর্বে ম্যচে সর্বোচ্চ তিন জন ফুটবলার পরিবর্তন করা যেত। তবে তা বাড়িয়ে পাঁচজন করে ফিফা। কিন্তু তিন বারেই করতে হবে পাঁচজন পরিবর্তন যাতে সময় নষ্ট নাহয়। নকআউট খেলায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে করতে পারবে আরো একজন খেলোয়াড় পরিবর্তন। অর্থাৎ মোট ছয়জন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম শুরু হতে চলেছে বাংলাদেশের ফুটবলে।

ফিফার নতুন নিয়মে ম্যাচ পরিচালনার ঘোষণা আরো আগেই দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার তা মাঠে কার্যকর হতেও দেখা যাবে।

Previous articleঅবশেষে মাঠে ঘরোয়া ফুটবল; মুখোমুখি কিংস-রহমতগঞ্জ
Next articleসহজ জয়ে মৌসুম শুরু কিংসের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here