করোনা মহামারীতে সারাদেশে চলমান লকডাউনের ফলে বন্ধ রয়েছে দেশের মহিলা ফুটবল লীগ। খেলা না থাকা জাতীয় দলের নারী ফুটবলাররা গিয়ে উঠেছেন বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে। সেখানে উঠার সময় করা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন পাঁচজন নারী ফুটবলার।

জাতীয় দলের এই পাঁচ নারী ফুটবলারই বসুন্ধরা কিংসের হয়ে নারী লীগে অংশগ্রহন করছে।আক্রান্ত ফুটবলাররা হলেন- কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনায় মুগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা।

খেলা বন্ধ হওয়ায় ক্লাব থেকে গত ১১ এপ্রিল ছুটি পেয়ে ফেডারেশনের ভবনের ক্যাম্পে যোগ দেয় বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা। বাফুফে’র ক্যাম্পে যোগ দেওয়ার আগে সবাইকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। ১২ এপ্রিল কিংসের ফুটবলারদের কোভিড টেস্ট করার পর ১৪ এপ্রিল আসা রিপোর্টে কিংসের ঐ পাঁচ জন কোভিড পজিটিভ হয়েছেন।

Previous articleলিগ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
Next articleদুই খেলোয়াড়ের চিকিৎসায় ফিফা’র সহায়তা চেয়েছে বাফুফে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here