ম্যাচ প্রায় শেষ। জয়ের খুব কাছেই ছিল আবাহনী। কিন্তু যোগ করা সময়ের শেষদিকে এক মুহূর্তের ভুল সব হিসাব বদলে দিল। ডিফেন্ডারের অনিচ্ছাকৃত ক্লিয়ারেন্সে সুযোগ পেয়ে দৃষ্টিনন্দন ভলিতে গোল করেন পিডাব্লিউডির ফরোয়ার্ড আবু সাঈদ। তাতেই বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের সুযোগ হারায় আকাশি-নীলরা।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শেষ হয় ২-২ ড্রয়ে। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

আগের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া আবাহনীর শুরুটা এদিন ছিল বেশ ধীর। দশম মিনিটেই মিনহাজুল স্বাধীনের গোলে এগিয়ে যায় পিডাব্লিউডি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ায় আবাহনী। শেখ মোরসালিনের থ্রু পাস থেকে নিখুঁত চিপ শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আল আমিন। এরপর চাপ বাড়াতে থাকে তারা।

৭৪তম মিনিটে লিড পায় আবাহনী। আল আমিনের পাস ধরে বক্সের একটু বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন মোরসালিন। তখন মনে হচ্ছিল তিন পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়বে তারা।

কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে আবাহনীর এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান আবু সাঈদ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভলিতে জাল কাঁপান পিডাব্লিউডির এই ফরোয়ার্ড। মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র।

সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে, কিংস খেলেছে ৬ ম্যাচ।

অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে রহমতগঞ্জ। সলোমন কিংয়ের জোড়া গোল ও আবু ক্লেমেন্তের এক গোলে ৩-২ ব্যবধানে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রহমতগঞ্জ।

Previous articleশেষ ম্যাচে ড্র, জয়হীনভাবেই সাফ ক্লাব কাপ শেষ নাসরিন একাডেমির
Next articleপ্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার নিন্দা জানাল বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here