আজ বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশীপ লীগ (বিসিএল)-এ জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা দুই দল পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। লিটল ফ্রেন্ডস ক্লাবকে পিডাব্লিউডি ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পায় আরামবাগ। এছাড়া উত্তর বারিধারা ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ক্লাবের ম্যাচটি ড্র হয়েছে।

বিসিএলের ষষ্ঠ রাউন্ডেও বড় জয় তুলে নিয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। লিটল ফ্রেন্ডস ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করেছে তারা। পিডাব্লিউডি’র হয়ে মোহাম্মদ মাজহারুল করিম এবং আব্দুল হালিম জোড়া গোল করেন; এছাড়া মোহাম্মদ রাজিব ও আবু সাইদ ১ টি করে গোল করে। বিপরীতে লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন তৌহিদুল ইসলাম হৃদয়।

টেবিলের শীর্ষস্থান ধরে রাখা আরামবাগ ক্রীড়া সংঘও পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে তারা ৩-১ গোলে পরাজিত করেছে। শুরুতে লিড নিলেও নিজেদের নিশ্চিত করতে পারে নি ফরাশগঞ্জ। আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে গোল করেছেন নিক্সন চাকমা, আফজাল হোসেন ও জামির উদ্দিন। অন্যদিকে ফরাশগঞ্জের একমাত্র গোলটি এসেছে আবু সাদেকের কাছ থেকে। এছাড়া আজকে ঢাকা রেঞ্জার্স ক্লাব ও উত্তর বারিধারা ক্লাবের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

Previous articleএশিয়ান কাপ বাছাই: মিয়ানমারে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী দল
Next articleক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা কম কিছু নারী ফুটবলারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here