মৌসুমজুড়ে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পূর্ণতা পাচ্ছে না। চলতি মৌসুমে আবারও বাতিল হয়ে গেল কোটি টাকার সুপার কাপ। পৃষ্ঠপোষক না পাওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল। এর মধ্যে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে। মৌসুমের শেষ ভাগে আয়োজনের কথা রয়েছে স্বাধীনতা কাপের। তবে মধ্যবর্তী দলবদলের সময়সূচিতে থাকা বহুল আলোচিত সুপার কাপ এবারও আলোর মুখ দেখছে না।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান  একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, “পৃষ্ঠপোষক না পাওয়ায় সুপার কাপ আয়োজন করা যাচ্ছে না।” এর আগে ২০০৯ ও ২০১১ সালে অনুষ্ঠিত হওয়ার পর সর্বশেষ ২০১৩ সালে মাঠে গড়িয়েছিল এই টুর্নামেন্ট। এরপর এক দশকের বেশি সময় ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন সম্ভব হয়নি।

এদিকে গতকাল থেকেই শুরু হয়েছে মধ্যবর্তী দলবদল। এই উইন্ডো চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে লিগের একটি রাউন্ড মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে সুপার কাপ বাতিল হওয়ায় মৌসুমের উত্তাপ আরেকবার কিছুটা হলেও কমে

Previous articleমারামারির ছায়ায় গোলবন্যা: ২৩ গোলের রেকর্ড জয় ফরাশগঞ্জের
Next articleবিশ্বকাপের আগে মালদ্বীপের আমন্ত্রণ, জুনে চার জাতির টুর্নামেন্ট ভাবনায় বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here