দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত বিশৃঙ্খল ও সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সংকটময় সময়ে সংবাদমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাদমান সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, “প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়া অঙ্গনে, বিশেষ করে ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলারদের তুলে ধরতে এই দুই সংবাদমাধ্যমের অবদান উল্লেখযোগ্য।”

পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। ছবি:ইন্টারনেট

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাফুফে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংশ্লিষ্ট সাংবাদিক ও কর্মীদের নিরাপত্তা কামনা করছে। একই সঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে ফেডারেশন।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও জানায়, “তারা সবসময় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা এবং আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে বাফুফে দৃঢ় অবস্থানে রয়েছে।”

Previous articleপিডাব্লিউডির সঙ্গে আবাহনীর ড্র, ব্রাদার্সকে হারিয়েছে রহমতগঞ্জ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here