ড্র দিয়ে শুরু, পরের দুই ম্যাচে হার—হতাশার বৃত্তে আটকে থাকা ঢাকা আবাহনী লিমিটেড শেষ পর্যন্ত চতুর্থ ম্যাচে এসে পেল কাঙ্ক্ষিত জয়। একই দিনে জয়ের দেখা পেয়েছে ফর্টিস এফসিও।
শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। যদিও ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় আকাশি-নীলরা।
২৫ মিনিটে স্পট-কিক থেকে আবাহনীকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। ডি-বক্সে ফাউলের শিকার হয়ে নিজেই নেন সফল শটটি। এদিন একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ মারুফুল হক—ইব্রাহিম হোসেনের জায়গায় পাপন সিংহ ও ব্রুনো মাতোসের জায়গায় এনামুল ইসলাম গাজী।
৪৩ মিনিটে সেই গাজীর পা থেকেই আসে দ্বিতীয় গোলটি। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি-কিক ধরে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
বিরতির পর কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় পুলিশ। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর আলমগীর মোল্লা, তবে তা ফলাফলে প্রভাব ফেলেনি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে আবাহনী। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।
এদিন মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে ফর্টিসও পেয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। ১৬ মিনিটে পা ওমর বাবুর ফ্রি-কিকে জটলার মধ্যে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন রিয়াজ উদ্দিন সাগর।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস—৭৪ মিনিটে মুখে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে পারেনি আরামবাগ। ৪ ম্যাচে জয়হীন থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে তারা। জয়ে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে তিনে।
কাল ফুটবল লিগে তিনটি ম্যাচ। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস—৭ পয়েন্ট নিয়ে দু’দলই বর্তমানে যৌথভাবে শীর্ষে।




