সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। উদ্বোধনী দিনে ভুটানকে হারানোর পর ভারতের কাছে হেরে গিয়েছিল মেয়েরা। এবার নেপালকে পরপর দুই ম্যাচে হারিয়ে শিরোপা সম্ভাবনা টিকিয়ে রেখেছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। আজ তারা নেপালকে হারিয়েছে ৪-১ গোলে।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে ৩৮ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আটকে রাখে নেপাল। এরপর গোলমুখ খুলেন থুইনুয়ে মারমা। একক দক্ষতায় ডান পায়ের দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। তবে অতিরিক্ত সময়ে রক্ষণের বল ক্লিয়ার করতে না পারার ব্যর্থতায় গোল হজম করে বাংলাদেশ। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে সমতা আনার চেষ্টায় আক্রমণের ধার বাড়ায় নেপাল। তবে বাংলাদেশও সমান চাপ অব্যাহত রাখে। যদিও সময়ের সাথে খেলার গতি কমে আসে। ৭৬তম মিনিটে কর্নার থেকে সুরভী আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। এরপর ৮৪তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন প্রীতি।

এই জয়ে বাংলাদেশের শিরোপা সম্ভাবনা এখনো টিকে থাকলো। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই আসরে ভারত ও ভুটানের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে। সে দুই ম্যাচে জয় তুলে শিরোপার স্বাদ নেওয়ার লক্ষ্য বাংলাদেশের।

Previous articleসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
Next articleএএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ ‘বি’তে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here