প্রথম জয়ের পর আত্মবিশ্বাসে ছিল ঢাকা আবাহনী। কিন্তু ফর্টিস এফসির বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় পঞ্চম রাউন্ডের ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও শেষ পর্যন্ত গোল পায়নি কেউ। দুই দলের গোলকিপার মিতুল মারমা ও সুজন পেরেইরার দারুণ পারফরম্যান্সে ম্যাচটি থেকে যায় গোলশূন্য।

লিগের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার পর আগের রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী। তবে এই ম্যাচে তাদের সামনে দাঁড়ায় দৃঢ় রক্ষণ আর ধারালো আক্রমণ সাজানো ফর্টিস।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সুযোগ তৈরিতে মনোযোগী ছিল। নবম মিনিটে সাজেদের কর্নারে বিপদ তৈরি হলেও মিতুল ফিস্ট করে রক্ষা করেন। ফিরতি বলে গোল করতে ব্যর্থ হন ফরহাদ।

৩১ মিনিটে ওকাফরের শট যায় উপরে। তিন মিনিট পর আরেকটি আক্রমণে অন টার্গেট শট নিতে পারেননি মিরাজুল। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফর্টিস। ৪৮ মিনিটে ছোট কর্নার থেকে সাগরের ক্রসে ওকাফরের হেড গোলে ঢোকার আগে কর্নারে পাঠান মিতুল।

৫৮ মিনিটে দুই পরিবর্তন আনেন আবাহনী কোচ মারুফুল হক। মাঠে নামেন আল আমিন ও মোহাম্মদ ইবরাহীম। কিন্তু আক্রমণ গুছিয়ে তুলতে পারেনি দলটি।৬৫ মিনিটে বক্সের সামনে বল পেয়ে সাজেদ নিঝুম তুলে দেন আকাশে। খানিক পর ওকাফরের দারুণ সুযোগও নষ্ট হয় পাপন সিংয়ের চাপে।

৮১ মিনিটে আবারও নায়ক মিতুল। সাজেদ নিঝুমের বাড়ানো বলে রনির হেড ফিরতি হয়ে গেলে ওকাফর শট নেন। এবারও দারুণ সেভ করেন আবাহনীর গোলকিপার।

৮৬ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয় আবাহনীর জন্য। প্রতি আক্রমণে বল নিয়ে এগিয়ে দিয়াবাতে বক্সে ঢুকে নিচু শটে চেষ্টা করেন। কিন্তু সুজন পেরেইরা ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করেন।ইনজুরি সময়ে ওকাফরের শট লাগে বাইরের জালে। শেষ পর্যন্ত দুই দলই সন্তুষ্ট থাকতে হয় এক পয়েন্টে।

দিনের অন্য ম্যাচগুলোতে গাজীপুরে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ এফসি। মুন্সীগঞ্জে আরামবাগকে ৩-০ ব্যবধানে হারায় রহমতগঞ্জ। কুমিল্লায় মোহামেডান ৪-০ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে।

পঞ্চম রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রহমতগঞ্জ। ফর্টিসের অবস্থান তিনে, তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে চার নম্বরে।

Previous article ব্রাজিলিয়ান ক্লাবের কাছে বড় হার রাইজিং স্টারের
Next articleরোকেয়া পদক পাচ্ছেন নারী ফুটবলের উজ্জ্বল মুখ ঋতুপর্ণা চাকমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here