বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই শীর্ষ কর্মকর্তা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে মনোনীত করা হয়েছে ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে। অন্যদিকে, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ স্থান পেয়েছেন ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটিতে

ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল অগ্রগতির বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে থাকে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন, আর ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ

একই দিনে দুই বাংলাদেশি কর্মকর্তার ফিফা কমিটিতে অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

Previous articleফুটবল কখনও একজনের খেলা নয়’ — হংকং ম্যাচে দলীয় জয়ের প্রত্যয়ে হামজা চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here