ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশের নারী ফুটবলে ছিল অস্থিরতা। কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের একাংশ দ্বন্দ্বে জড়িয়ে অনুশীলন বয়কট করেন। পরে তাদের রেখে নতুন খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করে সংযুক্ত আরব আমিরাত সফরে যান বাটলার। সেখানে ২ ম্যাচ খেলে দুটোই হারে বাংলাদেশ। যার প্রভাবে ফিফা র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে এক ধাপ!
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৩৩তম স্থানে নেমে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের তুলনায় তাদের ৬ পয়েন্ট কমে তাদের বর্তমান রেটিং ১০৯২। সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে টানা পরাজয়ের কারণেই হয়েছে এই অবনতি। যদিও এই দুই ম্যাচের মধ্যে প্রথমটি ছিল ফিফা উইন্ডোর মধ্যে। তাই সে ম্যাচের ফলাফলই এখানে বিবেচিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সফরে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল। দুই ম্যাচেই ৩-১ ব্যবধানে হারতে হয় আফিদা-প্রীতিদের। এই পরাজয় র্যাংকিংয়ে প্রভাব ফেলেছে। ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ধাক্কা পয়েন্ট কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ দল সামনে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে র্যাংকিং উন্নতির লক্ষ্য নিয়ে এগোতে চায়। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাই ভালো ফলাফল করলে পুনরায় উন্নতি সম্ভব হবে।