বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (শুক্রবার) নতুন র্যাংকিং প্রকাশ করেছে। এতে এক ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরে প্রকাশিত আগের তালিকায় লাল-সবুজরা ছিল ১৮৪তম অবস্থানে।
অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলেছে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ—হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে লেগে। ঘরের মাঠে ৩-৪ গোলে হারের পর অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করে হামজা-জামালরা। র্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের মাঠে ড্র করায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে, যা প্রতিফলিত হয়েছে সর্বশেষ র্যাংকিংয়েও।
২০২৫ সালের শেষ ফিফা উইন্ডো আসছে নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই দুটি ম্যাচে ইতিবাচক ফল পেলে ফিফা র্যাংকিংয়ে আরও উন্নতির সম্ভাবনা আছে বাংলাদেশের।