অন্য সব কিছুর মতো দেশের ফুটবলও পড়েছে করোনা ভাইরাস মহামারীর কবলে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে লীগ। তবে তাতেই আপাতত বসে থাকার একদম সুযোগ থাকছে বাফুফে কর্তাদের কাছে। কারণ অক্টোবর – নভেম্বর এই সময়টাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচ গুলোর আগে ফুটবলাররা যে পর্যাপ্ত অনুশীলন করে নিতে পারে সেই পরিকল্পনা সহ মাঠে ফেরা নিয়ে ফুটবলারদের ভাবনা সাথে নিজেদের পরিকল্পনা নিয়ে জাতীয় দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আলোচনা বাফুফে ভবনে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়েরা যে যার মতো করে নিজ বাসায় অনুশীলন আর ফিটনেস নিয়ে কাজ করছেন। যে সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন তাদের মধ্যে তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, মামুনুল ইসলাম সহ কয়েকজনকে নিয়ে বাফুফে ভবনে গতকাল (মঙ্গলবার) সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমেকে বাফুফে বস জানান,“আসলে দলের প্রস্তুতি কবে থেকে হবে, সেই সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। তার আগে খেলোয়াড়দের ডেকে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া হলো। করোনার মাঝে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হতে পারে- তা নিয়ে কথা হয়েছে। এমনিতে তো আমাদের একটা ধারণা আছে। কোচেরও প্রস্তুতি নিয়ে পরিকল্পনা আছে। এখন ওদের মুখ থেকে শুনলাম। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।”

Previous articleসুইডেনের ক্লাবে যোগ দিলেন জোসেফ
Next articleআগস্টেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here