এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসে নিজের ভাবনা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। জানেন, তার ওপর প্রত্যাশা অনেক। তবে তিনি একক পারফরম্যান্সে নয়, দলীয় প্রচেষ্টায় সাফল্য দেখতে চান।

হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে হামজা বলেন,

‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয়ে আমার মতামত চান, আমি অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে কঠোর পরিশ্রম করছে। ইনশাআল্লাহ, পরিকল্পনা ঠিক আছে।’

সিঙ্গাপুর ম্যাচের স্মৃতি এখনও তাকে ভাবায়,

‘সিঙ্গাপুর ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। বড় মুহূর্তে আমরা নিজেদের হতাশ করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। পেনাল্টিও পাওয়া যেত। ফুটবল এমনই—সবসময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। তবে কোচ ও দল একসঙ্গে ভালো কাজ করছে। হংকং ম্যাচ নতুন চ্যালেঞ্জ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

দলের প্রতি আস্থা রেখে বলেন,

‘চলার পথে চ্যালেঞ্জ নিতেই হবে। আমরা কোনও অজুহাত দেখাবো না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল। শমিত আজ আসছে। আমাদের স্কোয়াড বেশ ভালো।’

কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সম্পর্ক নিয়েও ইতিবাচক হামজা,

‘আমরা কোচের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি—বিশেষ করে আমি। তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি বুদ্ধিমান, তরুণ দলকে একসূত্রে গাঁথতে কঠোর পরিশ্রম করছেন।’

মিডফিল্ডে আক্রমণ ও রক্ষণ দুই দিকেই অবদান রাখতে চান এই তারকা,

‘মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় প্রভাব রাখা। ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারবো। দায়িত্বটা গুরুত্বপূর্ণ, তবে আমি রোমাঞ্চিত।’

পরিবারও এবার তার সঙ্গে এসেছে ঢাকায়। স্ত্রী ও সন্তানদের অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানান হামজা। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন,

‘দিনের শেষে ফুটবল একটা দলগত খেলা। মেসি যদি বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও ট্যাকটিকস ও টিম স্পিরিট গড়ে তোলা চ্যালেঞ্জ থাকতো। ফুটবল কখনও একজনের খেলা নয়—আমাকে কেন্দ্র করে তো নয়ই।’

শেষে দেশের প্রতি ভালোবাসা আর ঐক্যের আহ্বানও জানাতে ভোলেননি হামজা,

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে থাকলে সফল হবো।’

Previous articleসাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টসের প্রথম প্রতিপক্ষ নেপালের এপিএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here