যাত্রা শুরুর অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। ছোট পরিসরে খেলা এই দলটির কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের অভিজ্ঞ কোচ সাঈদ খোদারাহমিকে। তাকে আনা হয়েছে এ বছর সেপ্টেম্বরের এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বকে সামনে রেখে।

৫৯ বছর বয়সী খোদারাহমি অনেক দিন ধরেই এশিয়ান ফুটসালের সঙ্গে জড়িত। ২০১০ সাল থেকে তিনি এএফসি-র ফুটসাল প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মিয়ানমারের পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন। কোচিংয়ের পাশাপাশি ফুটসাল নিয়ে লেখালেখি ও বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পেও সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি।

বাংলাদেশ আগে কখনো পুরুষদের ফুটসাল প্রতিযোগিতায় অংশ নেয়নি। এবারের বাছাইপর্বকে সামনে রেখে বাফুফে আয়োজন করে উন্মুক্ত ট্রায়াল, যেখানে প্রাথমিকভাবে ৫৩ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। ঢাকায় এসে খোদারাহমি তাদের মধ্য থেকে ১৪ জনের একটি চূড়ান্ত দল নির্বাচন করবেন। এরপর শুরু হবে অনুশীলন।

ফুটসালের জাতীয় দলের কোচ হতে হলে এএফসি লেভেল-৩ সনদ বাধ্যতামূলক। বাংলাদেশের কোনো কোচের কাছে এই সনদ না থাকায় বিদেশি কোচই ছিল একমাত্র ভরসা। তবে ভবিষ্যতের জন্য দেশীয় কোচ তৈরির লক্ষ্যেও কাজ করছে বাফুফে। এ জন্য আলাদা করে ফুটসাল কোচিংয়ের কোর্স চালুর প্রস্তুতি চলছে, যা ফেডারেশনের নিয়মিত কোচিং কার্যক্রমে যুক্ত হবে।

বাংলাদেশ এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিচ্ছে। কঠিন একটি গ্রুপে পড়েছে তারা, যেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে সফল দল ইরান। পথটা কঠিন হলেও, এই উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবলে এক নতুন অধ্যায় শুরু হলো।

Previous articleসাফ জয়ের পর এএফসি চ্যালেঞ্জে সাগরিকারা
Next articleযুব সাফ সামনে রেখে যশোরে শুরু হলো অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here