বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ফেডারেশন কাপ। গেল কয়েক মৌসুম ধরে লিগের সঙ্গে চলছে ফেডারেশন কাপ। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। তবে পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। এবারের আসরে থাকছে না চিরায়ত সেমি ফাইনাল! তাহলে কোন ফরম্যাটে হবে এবারের ফেডারেশন কাপ?
এবারের লিগে খেলবে ১০টি ক্লাব। ফেডারেশন কাপেও তারাই খেলবে। তাই দলগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে ফরম্যাটে পরিবর্তন এনেছে পেশাদার লিগ কমিটি। শুরুতে ৫টি করে দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হবে। সিঙ্গেল লেগ পদ্ধতিতে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৪টি করে ম্যাচ। এরপর দুই গ্রুপের শীর্ষ ৪ দল উঠবে কোয়ালিফায়ারে।
এরপর নকআউট পর্বে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের অনুরূপে দুই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে এবং জয়ী দল চলে যাবে ফাইনালে। আর বিজিত দলের তখনও আরেকটা সুযোগ থাকবে। দুই গ্রুপের গ্রুপ রানার্স আপ এক অপরের মুখোমুখি হবে এবং হেরে যাওয়া দল বিদায় নেবে। আর জয়ী দল খেলবে দুই গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে। এখানে যারা জিতবে তারা পাবে ফাইনালের টিকিট।
আজ অনুষ্ঠিত হয়েছে নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া ফেডারেশন কাপের ড্র। যেখানে গত লিগের পয়েন্ট টেবিল বিবেচনায় দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।তিনটি ভেন্যুতে এবারের ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটি যথাক্রমে, বসুন্ধরা কিংস অ্যারিনা, ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা ও রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ।ফেডারেশন কাপের প্রথম ম্যাচ আগামী ৩ ডিসেম্বর কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে। । গত মৌসুমের মত এবারও প্রতি সপ্তাহের মঙ্গলবার মাঠে গড়াবে ফেডারেশন কাপের ম্যাচগুলো।
গ্রুপ এ: বসুন্ধরা কিংস,পুলিশ এফসি, ফর্টিস এফসি,ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স
গ্রুপ বি: ঢাকা মোহামেডান এসসি,আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এম এফ এস ও ফকিরেরপুল ইয়াংমেন্স।