গেল কয়েকমাস বেশ আলোচিত ছিলেন কিউবা মিচেল। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারকে জুনে সিঙ্গাপুর ম্যাচে মাঠে দেখার ব্যাপারে বেশ আশাবাদী ছিল সবাই। কিন্তু শেষ মুহূর্তে ফিফার ছাড়পত্র পাওয়ার আর খেলা হয়নি। তবে এবার এসেছে নতুন খবর; বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন কিউবা মিচেল!

সবশেষ সান্ডারল্যান্ড অ-২১ দলে ছিলেন কিউবা। ২০২৪-২৫ প্রাক মৌসুমে ক্লাবটির সিনিয়র টিমের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। তবে ইনজুরির কারণে অনুশীলনের মাঝ পথেই ছিটকে যান কিউবা। এর আগে বার্মিংহামের একাডেমিতে বেড়ে ওঠা কিউবা এরপর যোগ দেন সান্ডারল্যান্ড অ অ-১৮ দলে। এরপর সুযোগ পান অ-২১ দলে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ টু তে ৭ ম্যাচ খেলে করেছেন ১টি এসিস্ট। গত মৌসুমে অ-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে খেলে করেছিলেন ১টি করে গোল এবং এসিস্ট।

১৯ বছর বয়সী কিউবা একজন সেন্ট্রাল মিডফিল্ডার। বল কন্ট্রোলিং, পাসিং অ্যাকিউরিসি, ট্যাকেলিং কিংবা লং রেঞ্জ শট – এই বয়সেই সব কিছুতে বেশ শক্তিশালী হয়ে উঠেছেন তিনি। একইসঙ্গে শারীরিক সামর্থ্যের দিক দিয়েও বেশ শক্তিশালী তিনি। এবার প্রতিভাবান এই মিডফিল্ডারকে দেখা যাবে কিংসের জার্সিতে। একইসঙ্গে আসছে সেপ্টেম্বরে তাকে বাংলাদেশ অ-২৩ দলেও দেখা যাবে।

Previous articleকিংসের দায়িত্বে হাইপ্রোফাইল ব্রাজিলিয়ান কোচ!
Next articleবসুন্ধরা কিংসের ডেরায় ব্রাজিলিয়ান সহকারী কোচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here