গত মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী কাটেনি বসুন্ধরা কিংসের। ঘরোয়া দুই শিরোপা চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতলেও হাতছাড়া করেছে লিগ শিরোপা। এএফসি চ্যালেঞ্জ লিগেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এবার তাই নতুন মৌসুমে নতুন করে শুরু করার চেষ্টায় দলটি। সে ধারায় খেলোয়াড়দের সঙ্গে রদবদল এসেছে কোচিং স্টাফেও।

এর আগে বসুন্ধরা কিংসের কোচিং স্টাফে ছিল ইউরোপিয়ানদের আধিক্য। তবে এবার তারা আস্থা রাখতে যাচ্ছে লাতিন ছন্দের উপর। ইতিমধ্যেই অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। সাবেক ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের সহকারী এই কোচের এএফসি কাপ জয়েরও অভিজ্ঞতা রয়েছে। এবার তার সঙ্গে আর্জেন্টিনা থেকেই আসছেন ফিটনেস ট্রেনার মার্কোস গঞ্জালেজ।

৫২ বছর বয়সী মার্কোস গঞ্জালেজ ক্যারিয়ারের শুরুতে নিজ দেশ আর্জেন্টিনার ক্লাব টলারেস, কুইলমেসের দায়িত্ব পালন করে যান চিলিয়ান ক্লাব প্যালেস্টিনোতে। এরপর আবারো আর্জেন্টিনায় ফিরে কাজ করেন আতলেতিকো ব্যানফিল্ড, আতলেতিকো ইন্ডিপেন্ডেন্ট এবং আতলেতিকো টেম্পার্লিতে।

এরপর এশিয়ায় এসে বেশ দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমান কোচ মারিও গোমেজের সঙ্গেও কাজ করেছেন তিনি। মালয়েশিয়ায় ক্লাব জোহর দারুল তাজিমে প্রায় ৪ বছর কাজ করার পর যান ইন্দোনেশিয়ায়। সেখানে আরেমা এফসি, বর্নেও এফসি, পের্সিরাজা বান্দা, পার্সিতা তাঙ্গেরাং ক্লাবে ফিটনেস ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর মেক্সিকোর বিখ্যাত ক্লাব আটলাস এফসিতে ১ মৌসুম কাজ করে যোগ ভিয়েতনামের ক্লাব কুয়াং নাম এফসিতে। সবশেষ কাজ করেছেন ভিয়েতনামের আরেক ক্লাব পিভিএফ ক্যান্ড এফসিতে। এবার স্বদেশী হেড কোচ মারিও গোমেজের সঙ্গে তার নতুন ঠিকানা বাংলাদেশের বসুন্ধরা কিংস।

 

Previous articleফিফার নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস
Next articleশেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here