সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে সফলতার মুখ দেখে ভারতীয় যুবারা।
ম্যাচের শুরুতেই চরম অঘটনের শিকার হয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ভারতের অধিনায়ক সামির নেওয়া মাঝমাঠের কাছাকাছি থেকে একটি ফ্রি-কিক সরাসরি গোলপোস্টে পাঠান, যা রক্ষায় ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল। হাস্যকর ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজের দল।
এরপর একের পর এক আক্রমণে ম্যাচে আধিপত্য বজায় রাখে ভারত। তবে ধীরে ধীরে খেলার ছন্দ খুঁজে পায় বাংলাদেশের যুবারাও। ৩০তম মিনিটে ফয়সালের কর্নার থেকে মিঠুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১তম মিনিটে রিফাত বল জালে জড়ালেও ফাউলের সিদ্ধান্তে তা বাতিল করে দেন রেফারি—যা নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলে। অবশেষে ৬০তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে গোল করে সমতায় ফেরান বদলি খেলোয়াড় জয়। বাকি সময়েও একাধিক সুযোগ পেলেও দুই দল আর গোল করতে পারেনি। ভারতের একটি শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডার মিঠু, আর বাংলাদেশের একাধিক আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষণ।
টাইব্রেকারে গিয়ে বাংলাদেশের অধিনায়ক ফয়সাল ও শাহেদ গোল করতে ব্যর্থ হলে শেষ হাসি হাসে ভারত। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় তারা। তবে ম্যাচে বাংলাদেশের বাতিল হওয়া গোল নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত সেই সিদ্ধান্ত না হলে হয়তো ম্যাচের পরিণতি ভিন্ন হতে পারত।