গেল কয়েকদিন ধরেই বাংলাদেশের আলোচনার হটকেক হামজা চৌধুরী। কবে ইংল্যান্ড থেকে দেশে পৌঁছাবেন হামজা সে ক্ষণ গণনায় ছিল ফুটবল প্রেমীরা। অবশেষে অপেক্ষার প্রহর শেষে আজ সকালে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই জানিয়েছেন ভারতকে হারানোর প্রত্যাশার কথা।

গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচ খেলে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন হামজা। আজ সকাল ১১.৫২ মিনিটে সিলেটে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি। এরপর প্রায় মিনিট চল্লিশের অপেক্ষার পর বেরিয়ে আসেন হামজা। বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি দেখে বেশ হাস্যোজ্বল দেখা যায় তাকে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে এসে সংবাদকর্মীদের সঙ্গে সিলেটি ভাষায় বলেন, “ইনশাআল্লাহ্ আমরা উইন করমু। আমগো বিগ ড্রিমজ আছে, হাভিয়েরের (বাংলাদেশ কোচ) সঙ্গে মাতছি (কথা বলেছি)। ইনশাআল্লাহ্ আমরা উইন করিয়া প্রগ্রেস করতে পারমু। আমার অনেক বালা লাগতাছে (বিমানবন্দরে এত লোকসমাগম)। মাই হার্ট ইজ ফুল (আমার হৃদয় পরিপূর্ণ)।”

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন, কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস, ইকবাল হোসেন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মন্জুরুল করিম। ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন তারা। তাদের সাথে ছিলেন হামজার বাবা মোর্শেদ চৌধুরী। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়ে আগামীকাল রাত সাড়ে আটটায় ঢাকায় আসবেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।

Previous articleবিসিএলে আরামবাগ, এলিট একাডেমি ও পিডব্লিউডির জয়!
Next articleক্যাম্প শেষে সৌদি থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here