ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু রাউন্ড রবিন লিগে একই প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয়বারের দেখায় ১-১ গোলে ড্র করায় শিরোপার সমীকরণ জটিল হয়ে গেছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন রানার্সআপ হওয়ার শঙ্কায় রয়েছে লাল-সবুজরা।
আগামী রবিবার রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে ট্রফি জিততে হলে শর্ত কঠিন—আজ চার ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট পাওয়া ভারতকে নেপালের কাছে হারতে হবে। তাহলেই আবার শিরোপার আশা জাগবে বাংলাদেশের। অন্যথায় রানার্সআপ হয়ে ফিরতে হবে তাদের।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ভুটান গোলকিপারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগান পূর্ণিমা মারমা। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াঙ্গমোর নেওয়া শটে বল পেয়ে যান পূর্ণিমা। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়ান তিনি।
এরপর আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। ১৬ মিনিটে পূর্ণিমার আড়াআড়ি ক্রসে সুরভী আকন্দ প্রীতির প্লেসিং শট লাগে ক্রসবারে। আবার কিছুক্ষণ পর প্রীতির শট কাঁপায় বাইরের জাল। ২৭ মিনিটে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে থেকেও বলের নাগাল পাননি পূর্ণিমা।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান। সতীর্থের লং পাস ধরে দারুণ গতিতে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিচু শটে গোল করেন চোরতেন জাংমো।
দ্বিতীয়ার্ধে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়েছিলেন মামনি চাকমা। তবে ভুটান গোলকিপারের দ্রুত এগিয়ে এসে শট আটকে দেওয়ায় এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।
এই ড্র-য়ের ফলে টুর্নামেন্টে প্রথমবারের মতো পয়েন্ট পেল ভুটান, আর বাংলাদেশের শিরোপা দোদুল্যমান হয়ে রইলো।