এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল (সোমবার) ঢাকায় পৌঁছাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। লন্ডন থেকে বিমানযোগে সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। এরপর সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

ঢাকায় পৌঁছে বিকেলেই দলের অনুশীলনে যোগ দেবেন হামজা। বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “হামজা কাল সকালেই আসছে। সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে।”হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৯ অক্টোবর, অর্থাৎ দলের হাতে বাকি আছে তিনটি অনুশীলন সেশন।

শনিবার লেস্টার সিটির হয়ে সানসা সিটির বিপক্ষে ম্যাচ ছিল হামজার ক্লাবের। ৩-১ গোলে জেতা সেই ম্যাচে মাঠে নামেননি বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচ শেষে সরাসরি তিনি রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে, কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার। তাকে নিয়ে কাবরেরা বলেন, “শমিতের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন। সে পরশু রাতে আসবে, শুধু ম্যাচের আগের দিনই অনুশীলন করতে পারবে।”
কানাডা প্রিমিয়ার লিগে সোমবার ভোরে ম্যাচ আছে শমিতের ক্লাব কাভালরি এফসির। ম্যাচ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ শেষে বাংলাদেশ দল রওনা দেবে হংকংয়ের উদ্দেশ্যে। ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকংয়ে, আগামী ১৪ অক্টোবর।

Previous articleভিসা জটিলতায় তিন কোচিং স্টাফ,দুবাইয়ের পথে অর্পিতারা
Next articleহামজা-শমিতের আগমনের অপেক্ষায় বাংলাদেশ দল, চোটে ছিটকে গেলেন ইব্রাহিম-সুমন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here