বাংলাদেশ-ভারত লড়াই যেনো এক অস্তিত্বের লড়াই, আত্মমর্যাদা রক্ষা লড়াই। ভারতীয় উপমহাদেশে এক সময় ভারত-পাকিস্তানের লড়াই মানে ছিলো অন্যরকম কোনোকিছু। বর্তমানে সে লড়াই কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছে, বিপরীতে সম্প্রতি সময়ে বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে উত্তেজনার পারদ সবসময় শিখরে থাকে।
এবারের বাংলাদেশ-ভারত লড়াইটা একটু ভিন্ন রকম হতে চলেছে। বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা প্রবাসী বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী। বহু চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলা অনুমতি পাওয়ার পর ভারতের বিপক্ষে তার অভিষেক হতে চলেছে।
অন্যদিকে হামজা চৌধুরীকে নিয়ে ভারতীয় ফুটবলের কপালে তৈরি হয়েছে চিন্তার ভাঁজ। তাই তো অবসর ভেঙ্গে ফিরে এসেছে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। মূলত বিগত সময়ে দলের নিষ্প্রভ অবস্থা এবং হামজা চৌধুরীর বিপক্ষে দলের আত্মবিশ্বাস বাড়াতে ছেত্রীর এই প্রত্যাবর্তন।
ভারত বাংলাদেশের এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ শে মার্চ। বাংলাদেশ সময় সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে। বাংংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস এবং টি-স্পোর্টস অ্যাপসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে ভারতীয়দের জন্য স্টার স্পোর্টস নেটওয়ার্ককে ম্যাচটি সম্প্রচারের নির্ধারণ করা হয়েছে।