গত বছরের ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বাফুফের নির্বাচন। এরই মধ্যে সময় গড়িয়ে গেছে প্রায় সাত মাস। এই দীর্ঘ সময়ে সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও এবার তারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন আয়োজন করে। ১৪ জুন অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও গত সাত মাসের কার্যক্রম তুলে ধরেন সভাপতি সহ নির্বাহী কমিটির ১৩ জন সদস্য। সংবাদ সম্মেলনটি চলে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী, যেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন কর্তারা।
গঠনতন্ত্র সংশোধনের অগ্রগতি
নির্বাচনের পরপরই গঠনতন্ত্রে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। প্রথম নির্বাহী সভায় গঠিত সংশোধন কমিটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সামনে এটি নির্বাহী সভায় উপস্থাপন করা হবে এবং নভেম্বরে এজিএমে চূড়ান্ত অনুমোদনের চেষ্টা থাকবে।
প্রীতি ম্যাচে উন্নত মানের প্রতিপক্ষ খোঁজার পরিকল্পনা
আসন্ন ফিফা উইন্ডো কাজে লাগিয়ে ইউরোপের র্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। বিশেষ করে আগামী সেপ্টেম্বরে জাতীয় দলের জন্য এমন সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর প্রস্তুতির জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে ফেডারেশন।
ক্লাবদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সহায়তা
দেশের পেশাদার ফুটবল ক্লাবগুলোকে বাফুফে আরও বেশি টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আর্থিক সহায়তা ও কারিগরি সাহায্য বাড়ানোর কথা বলেছে সংগঠনটি। আগে ক্লাবগুলো পর্যাপ্ত অর্থ কিংবা পুরস্কার মানি না পেলেও, এবার সে ঘাটতি কাটানোর চেষ্টা থাকবে বলেও জানানো হয়।
সিঙ্গাপুর ম্যাচে ব্যবস্থাপনা ঘাটতির স্বীকৃতি
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে গ্যালারিতে আগেভাগে দর্শক প্রবেশ, পানির সংকট এবং অতিরিক্ত দামে বিক্রির মতো নানা অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করেছে বাফুফে। ভবিষ্যতের ম্যাচগুলোতে এসব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
এখনো গঠিত হয়নি স্ট্যান্ডিং কমিটি
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়নি। মাঠের খেলার জন্য এসব কমিটি জরুরি হলেও কার্যত অনেক বিভাগই নির্দিষ্ট কাঠামো ছাড়াই চলছে। ফেডারেশন জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগেই এসব কমিটি গঠন সম্পন্ন হবে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুপস্থিতি
সংবাদ সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। বিশেষ করে সিনিয়র সহ-সভাপতি, যিনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও, তিনিও উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে সূচি উপস্থাপন করেন ডেপুটি চেয়ারম্যান।
সাবেক খেলোয়াড়দের সাথে ঘটনার ব্যাখ্যা
সিঙ্গাপুর ম্যাচে প্রাক্তন খেলোয়াড়দের সাথে ঘটে যাওয়া গ্যালারির ঘটনা নিয়ে ফেডারেশন তাদের পর্যবেক্ষণ তুলে ধরে জানায়, যে ফুটবলারের সঙ্গে সমস্যা হয়েছিল, তিনি আসলে নির্ধারিত আসনে না বসে অন্যের জায়গা দখল করেছিলেন। ভবিষ্যতে সাবেক তারকাদের জন্য ভালো মানের বসার ব্যবস্থা রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
পাইওনিয়ার লিগের নতুন রূপ
এবার পাইওনিয়ার লিগকে দুটি ভাগে, উত্তর ও দক্ষিণে ভাগ করে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৭০টির বেশি দল অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন একীভূত থাকার পর এবারই প্রথম উত্তর ও দক্ষিণে বিভক্তভাবে আয়োজন হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।
জুনিয়র ডিভিশন লিগ ও মাঠ সমস্যা
মাঠের সমস্যার কারণে জুনিয়র ডিভিশন লিগ এখনো শুরু হয়নি। তবে সেপ্টেম্বর থেকে এই লিগ মাঠে গড়ানোর আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া ঢাকার মাঠগুলোতে সংস্কার কাজ শেষ হলেই আরও কয়েকটি লিগ চালু করা হবে।
ফিফার অর্থায়নে একাডেমি ও টেকনিক্যাল সেন্টার
বাংলাদেশও ফিফার ট্যালেন্ট স্কিমের আওতায় একটি একাডেমি গড়ার পরিকল্পনা করছে। সেপ্টেম্বরে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কক্সবাজারে একটি টেকনিক্যাল সেন্টার স্থাপন করা হবে, যা ফিফার তহবিলেই বাস্তবায়ন করা হবে।
জেলা ফুটবলে বিলম্ব, তারুণ্য উৎসবের অগ্রাধিকার
বিভিন্ন জেলায় তরুণদের নিয়ে ফুটবল আয়োজন করলেও এখনো পুরোপুরি জেলা লিগ চালু হয়নি। আগামী দশ দিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় লিগ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাতীয় দলের হয়ে খেলতে চান এমন সবাইকে সুযোগ
বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের সুযোগ দেওয়া হচ্ছে। জুনের শেষে প্রায় ৪০ জন ফুটবলার এসে ট্রায়ালে অংশ নেবেন। মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে জায়গা হবে—এমনটা নিশ্চিত করেছে বাফুফে।
তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে মোবাইল অ্যাপ
সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের জন্য তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বাফুফে একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা করছে। এছাড়া বাফুফের ওয়েবসাইটকেও আরও তথ্যসমৃদ্ধ করা হবে। খেলোয়াড়দের প্রোফাইল, ফুটবলের ইতিহাসসহ নানা তথ্য থাকবে সেখানে।